বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার নির্মাণ প্রকল্পের ছয়টি প্যাকেজের দুটির চুক্তি সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চুক্তিটি সই হয়। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার এবং এডিবি।
প্রকল্পে ব্যয় হবে প্রায় ১৬ হাজার ৯১৮ কোটি টাকা। এতে এডিবি প্রকল্প সাহায্য দিচ্ছে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা। বাকি টাকা দেবে সরকার। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় এই প্রকল্পের কাজ চলবে। প্রকল্পটির অধীন সড়কের মোট দৈর্ঘ্য ২০৯.৩২৮ কিলোমিটার। এই প্রকল্পের আওতায় ৬৬টি সেতুর দৈর্ঘ্য ৬.০২ কিলোমিটার এবং আটটি রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য ৫.৩৯৫ কিলোমিটার।