বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ জোনাল অফিসের পরিচালক আব্দুল আহাদ।
তিনি বলেন- গোলাপগঞ্জে সাবষ্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোলাপগঞ্জ পৌর শহর, ফুলবাড়ি ইউনিয়ন ও লক্ষীপাশা ইউনিয়নের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে গোলাপগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।