বিজ্ঞাপন
বিনোদন ডেস্ক: বাংলাদেশের অভিনয় শিল্পীদের সংগঠন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আলোচিত ও সমালোচিত হন অভিনয় শিল্পী জায়েদ খান। এবার তাকে দেখা গেল করুণ অবস্থায়। একটি নদীর পাড়ে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন তিনি।
এমন ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ছবিটি জায়েদ খান নিজেই ফেসবুকে আপলোড করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর’।
খোঁজ নিয়ে জানা যায়, ‘সোনার চর’ নামের একটি সিনেমার শুটিং করতে তিনি বর্তমানে পিরোজপুর অবস্থান করছেন। সেখানের শুটিং চলাকালীন ছবিটি তোলা হয়েছে।
এই নায়ক সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এজন্য মনটা ভালো না।’
উল্লেখ্য, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’ সিনেমাটি।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।