বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তির সাহায্য নিয়ে হারিয়ে যাওয়ার আট মাস পর মোবাইল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ওই মোবাইল উদ্ধার করে সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদের কাছে হস্তান্তর করেন এসআই আসাদুজ্জামান।
জানা যায়, গত ২৪ মার্চ রাতে গোলাপগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে যায়। পরে সম্ভাব্য স্থান্র অনেক খুঁজাখুজির পর মোবাইলটি না পেয়ে পরের দিন ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়রি নং ১৩০১, তাং ২৫/০৩/২২ইং) করেন।
অতঃপর ডায়েরিতে উল্লেখিত তথ্যের উপর ভিত্তি করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নির্দেশনায় তথ্য প্রযুক্তি সহায়তায় দীর্ঘ আট মাস পর পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার থানার নিজ মোহাম্মদপুর হতে মোবাইলটি উদ্ধার করেন এসআই আসাদুজ্জামান।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন - পূর্বের চাইতে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে। যে কোন ধরণের অপরাধ দমনে ও জনগনকে আইনি সেবা প্রদানে সর্বদা সোচ্চার রয়েছে থানা পুলিশ।