বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন সিলেটের শফিউল আলম চৌধুরী নাদেল। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
কাউন্সিলরদের মতামতেরভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা করে।
২০১৯ সালের ২৬ ডিসেম্বর নাদেল প্রথম দফায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।
তার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সবশেষ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তাছাড়াও তিনি ক্রীড়াঙ্গনের সাথেও জড়িত। নাদেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। তার আগে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতির দায়িত্বও পালন করেন।