বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের নাম-ঠিকানা, পরিচয় কিছু জানা যায়নি।
আজ রোববার (২৫ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলক্রসিং থেকে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলক্রসিংয়ের গেট কিপারকে জানান স্থানীয়রা। তিনি রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।