বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। রোববার ভোর রাতে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।
নিহত ব্যক্তির নাম সালাম মিয়া ওরফে বেকা সালাম (৫২)। তিনি জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর (আনসার) ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত ব্যক্তি গতরাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এসময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।