বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ নোয়াবাড়ি গ্রামের মফুর আলীর ছেলে কামরান হোসেন (২৫) ও লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই পার্থ সারথী দাস, এসআই আসাদুজ্জামান, এএসআই আবু তাহেরসহ গোলাপগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
অভিযানে আসামি কামরান হোসেনের কাছ থেকে কিছু গাঁজা ও আলতাফ হোসেনের কাছ থেকে ৫২ পিছ ইয়াবাহ ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলায় দায়ের পর আদালতে প্রেরণ করা হয়ে