Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-12-30T21:14:48Z
সারাদেশ

দেশের সবচেয়ে কম প্রতিবন্ধী সিলেটে

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সারা দেশের মধ্যে প্রতিবন্ধীদের সংখ্যা সবচেয়ে বেশি খুলনা বিভাগে। আর সবচেয়ে কম প্রতিবন্ধী আছেন সিলেট বিভাগে।

‘জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ (এনএসপিডি) প্রতিবেদন ২০২১’-এ ওঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের প্রতিবেদন অনুসারে, সারা দেশের মধ্যে খুলনা বিভাগে জনসংখ্যা বিবেচনায় সর্বোচ্চ ৩ দশমিক ৬২ শতাংশ প্রতিবন্ধী রয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২ দশমিক ১৫ শতাংশ প্রতিবন্ধী আছেন।

এর বাইরে বরিশালে ২ দশমিক ৪২ শতাংশ, চট্টগ্রামে ২ দশমিক ৪১ শতাংশ, ঢাকায় ২ দশমিক ৫১ শতাংশ, ময়মনসিংহে ২ দশমিক ৪৫ শতাংশ প্রতিবন্ধী আছেন।

জরিপের ফল অনুযায়ী, সার্বিকভাবে দেশের ২ দশমিক ৮ শতাংশ মানুষ শারীরিক, মানসিক বা যে কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার। গ্রামীণ এলাকায় এ হার ২ দশমিক ৮৯ শতাংশ এবং শহরাঞ্চলের ২ দশমিক ৪৫ শতাংশ।  

জরিপ অনুসারে, জন্মগত সমস্যার কারণে প্রতিবন্ধী হয়েছে ৪১ দশমিক শূন্য ৯ শতাংশ, অসুস্থতার কারণে ৩৬ দশমিক ৩৫ শতাংশ, ছাদ বা গাছ থেকে পড়ে যাওয়া ১২ দশমিক ২৭ শতাংশ, সড়ক দুর্ঘটনায় সাড়ে ৫ শতাংশ, আগুন দুর্ঘটনায় ১ দশমিক শূন্য ৮ শতাংশ, প্রাকৃতিক দুর্যোগের কারণে শূন্য দশমিক ৪৬ শতাংশ, রেল দুর্ঘটনায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ প্রতিবন্ধী হয়েছেন।

বিবিএসের জরিপ বলছে, প্রতিবন্ধী ব্যক্তিদের ৪৩ দশমিক ৭০ শতাংশ বৈষম্যমূলক আচরণ, দুর্ব্যবহার ও নিগ্রহের শিকার হন।

এদিকে, ২০২১ সালে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির তথ্যানুসারে, সিলেট বিভাগে ১ লাখ ৩৭ হাজার ৯৭৩ জন প্রতিবন্ধী ছিলেন।

এ ছাড়া ঢাকা বিভাগে ৪ লাখ ৬২ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ৪ লাখ ৩২ হাজার ৯৭১ জন, রাজশাহীতে ৩ লাখ ৫৮ হাজার ৪৬৫ জন, রংপুরে ৩ লাখ ৪৪ হাজার ১৩ জন, খুলনায় ৩ লাখ ৪২ হাজার ৫০ জন, ময়মনসিংহে ১ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন এবং বরিশাল বিভাগে ১ লাখ ৭৩ হাজার ২৮০ জন প্রতিবন্ধী ছিলেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ