বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও এস.এস.সি ও দাজকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লক্ষিপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফ আহমদের সভাপতিত্বে ও ৪নং লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এনামুল হক আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট মোয়াজ্জেম হোসেন রেকল।
মকছুদ আহমদ নাবিলের কোরআন তেলাওয়াত ও সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কলিম উদ্দিন, নুরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবায়ের আহমদ আনা, কাওছারাবাদ কলেজের প্রিন্সিপাল কাওছার সাদিক, গ্রীনবার্ড কিন্ডার গান্ডেনের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল আহমদ তালুকদার, কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য লায়েছ আহমদ, জইন আহমদ খান, আব্দুল লতিফ, ছাত্রনেতা ইমরান খান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।