বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত প্রায় ১২ কোটি টাকার ভারতীয় মাদক ধ্বংস করা হয়েছে।
রোববার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় এসব মাদক ধ্বংষ করা হয়।
বিজিবি জানায়, গত ২২ জানুয়ারি ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত এসব মাদককদ্রব্য মালিকবিহীন/পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা।
জব্দকৃত এসব মাদকের মধ্যে রয়েছে ৪৫ হাজার ৬৮১ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, এক হাজার ৭৩৭ বোতল বিয়ার, চার লাখ ৫৫ হাজার ৬৩৪ প্যাকেট বিভিন্ন প্রকার বিড়ি, ৪৪৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা, এক হাজার ৪১৫ পিস ইয়াবা ও ৩২ কেজি ৫০০গ্রাম তামাক পাতা।
অনু্ঠোনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেনরতন। এছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা বাহীনিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।