বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়ার (৮০) মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়া। এরপর দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে মারা যান আনোয়ারা বেগম।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মাগরিবের নামাজের পর হাসিনাবাদ গ্রামে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি সমাহিত করা হয়।
মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান বলেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে হাসিনাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একই সময়ে স্ত্রী আনোয়ারা বেগমের জানাজাও অনুষ্ঠিত হয়।মোবাইলের আসক্তি বিনাশ করছে শিশুর মেধাশক্তি