বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে গত কয়েক দিন ধরে শীত তীব্রতা প্রকট হচ্ছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা থাকলেও বিকেল থেকে শুরু হয় কমতে। রাতে তাপমাত্রা কমতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় সিলেটের সর্বত্র। পাশাপাশি হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়েও দিচ্ছে। এমন আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আগামী কয়েকদিনে সিলেটে রাতে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
শহরে এখনও তেমন ঠান্ডা না পড়লেও গ্রাম এলাকায় শীতের তীব্রতায় জড়সড় হয়ে পড়ে প্রকৃতি। সেই সাথে ব্যাঘাত ঘটেছে জনবসতির কোলাহলে। ভারতের মেঘালয় সীমান্ত লাগোয়া জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোতে খুব বেশি শীত অনুভুত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে তাপমাত্রা প্রতিদিন কমছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে আরও কমে আসবে তাপমাত্রা।
এদিকে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সিলেট মহানগরের গরম কাপড়ের দোকানেও। শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণি বিতানগুলোতে শীতবস্ত্র বিক্রি বেড়েছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ভিড় করছেন ফুটপাতে।