বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এএসবিএস ডেভেলপমেন্ট গ্রুপ স্টাক ইয়ার্ড এর গেইটের সামনে থেকে অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা ৫৫ বস্তা চিনি ও বিক্রির কাজে ব্যবহত একটি পিকআপসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব- ৯।
গ্রেফতারকৃতরা হলেন - নেত্রকোনা জেলার মদন থানার নায়েকপুর ইউপির মোঃ জল কদরের ছেলে মোঃ আসাদুল হক (৩২) ও ওসমানীনগর থানার শশারকান্দি গ্রামের মোঃ চুনু মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৩)।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের আটকের পর র্যাব-৯ (সিলেট) এর এসআই মোঃ ওমর ফারুক গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায় - তারা দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব-৯ (সিলেট) এর একটি অভিযানিক দল অভিযান চালালে জকিগঞ্জ থানার নিদনপুর গ্রামের কটাই মিয়ার ছেলে মইন উদ্দিন (৫৩) পালিয়ে গেলেও মোঃ আসাদুল হক ও জাবেদ মিয়া র্যাবের হাতে আটক হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ।