Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-28T13:47:28Z
সিলেট

জৈন্তাপুরে আগুনে ৩০ লক্ষ টাকার ক্ষতি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে তুলার গোডাউনে আগুন লেগে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই এবং আরও ১০টি দোকান ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় দরবস্ত বাজারের চিটাগাঙ্গীর তুলার গোডাউন হতে আগুনের সুত্রপাত হয়। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত গঙ্গা ফার্মেসী, মখলিছ টেইলার্স, কোকারিজের দোকান ও ১টি রেষ্টুরেন্ট ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহানে আরও ১০টি দোকানের ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয় জনতা আগুন দেখতে পেয়ে দ্রুত নিভানোর কাজে এগিয়ে আসে এবং জৈন্তাপুর ফায়ার সার্ভিস ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বায়োজিদ বোস্তামির নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম দ্রুত দরবস্ত বাজারে অবস্থান নিয়ে এবং স্থানীয় জনসাধারণ সহ আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুনের খরব পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (এসিল্যান্ড). জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইণ প্রেসক্লাবে সভাপতি এম এম রুহেল সহ স্থানীয় গন্যমান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করেন।

জৈন্তাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বায়েজিদ বোস্তামি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডে মোট ৫টি দোকান পুড়ে যায় তারমধ্যে ১টি টেইলার্স এবং ১টি ফার্মেসী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও ১০টি দোকানের ক্ষতি সাধিত হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তুলার গোডাউন হতে আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ