বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই গাড়ির চালক আহত হয়েছেন। বিস্ফোরণে গাড়িটি পুঁড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত গাড়ি চালকের নাম জসিম উদ্দিন। সে বাড়ি কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও চালক সূত্রে জানা যায়, গাড়িতে গ্যাস নিয়ে কানাইঘাটে যাওয়ার পথে (সিলেট-থ-১৩) দাড়িপাতন এলাকায় যাওয়া মাত্র হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। এসময় চালক আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে গিয়ে চালক কিছুটা আহত হয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি পুড়ে ছাঁই হয়ে যায়। গাড়িতে চালক ছাড়া আর কোন যাত্রী ছিলেন না।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন- একটি চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।