বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লিটন আহমদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া বাঙ্গালীগুল গ্রামের মোঃ লুবান আহমদের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন আহমকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার সাথে থাকা আরো দুজন পালিয়ে যায়। এছাড়াও একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৯২৯) জব্দ করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।