Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-10T13:19:23Z
সিলেট

সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ ৭ জন গ্রেফতার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ পুরুষ ও ৫ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতেবলা হয়, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১০৮ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা ও তিতাস আবাসিক হোটেলের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. হেবজু মিয়া (৩০), নারায়ণগঞ্জের আমেনা আক্তার বিউটি (২৬), বরিশালের জাহানারা বেগম (২৬), চাঁদপুরের রেশমি আক্তার (২৪), নরসিংদীর ইসমা বেগম (২০) ও সালমা বেগম (২০)।

অভিযানকালে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (সং/২০১৩)এর ১১/১২/১৩ ধারায় মামলা নং-১১ দায়ের করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ