বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আগমন উপলক্ষে জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বলের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে পৌরসভা মাঠে এসে মিলিত হয়।
এবিষয়ে জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মানে আবেগ ভালোবাসা, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন। দীর্ঘ দিন কমিটি না থাকায় হতাশ হয়ে পড়েছিলো উপজেলা নেতা কর্মীরা। আমরা কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেনের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি।
আমি ধন্যবাদ জানাই জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে। সেই সাথে ধন্যবাদ জানাই সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইমকে সিভি গ্রহন করার জন্য।
এদিকে একযুগের উপরে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা উপলক্ষে শনিবার সিভিগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।