বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে টেম্পু ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেদোয়ান আহমদ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান আহমদ সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।