বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক কিশোর খুন হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর মনসুর আলম (১৬) মাঝবন্দগ্রামে আব্দুস ছালামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই চাচাতো ভাই মৃত তেরা মিয়া'র ছেলে আশিক আহমদ তাকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে। জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধান করছে।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ জানান, মনসুর আলমের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত অবস্থাতাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।