বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় আহত দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৷
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল অনুমান ৯টায় সিলেট তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্পের সম্মুখে গাড়ী অভারটেকিংয়ের সময় দুটি মোটর সাইকেলের মধ্যে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় গুরুত্বর আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান ৷
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ কারীরা হল গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল জাফলং বস্তির বাসিন্ধা আব্দুল আহদের ছেলে সাকরান হাসান (১৬) এবং আকবর হোসেনের ছেলে শাহিন আহমদ (১৫) তারা উভয় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৷ মুত্যুর বিষয়টি নিহতদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেন ৷ তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে ৷