বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জে ছাত্রলীগের উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে জীবন বৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় সিলেট জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় গোলাপগঞ্জ পৌর শহরে উপজেলা ও পৌর ছাত্রলীগ (রাবেল গ্রুপ) উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা আরাফাত হক, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, তানভীর আহমদ, মাহদি শাওন, কানন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ, মাসুম আহমদ, কালা মিয়া, ডেনি আহমদ, মাসুদ আহমদ, শামিম আহমদ, মিজান আহমদ, ইমতিয়াজ আহমদ, মারুফ আহমদ, লাকি আহমদ, টিপু আহমদ, সাকিল আহমদ প্রমুখ।