Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-17T12:52:26Z
বিনোদন

অন্তর্জাল মাতাচ্ছে ‘সোনা পাখি’

বিজ্ঞাপন

বিনোদন প্রতিবেদক : ওয়াহিদ স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি প্রকাশ পায় এ সময়ের জনপ্রিয় সিলেটের কণ্ঠশিল্পী ওয়াহিদ ও চট্রগ্রামের মেয়ে শ্রাবণীর কণ্ঠে নতুন গান 'সোনা পাখি'। মাহতাব শাহ্ ফকিরের কথায় সুর করেছেন নাদিম ওয়াহিদ। সংগীতায়োজন করেছেন কারাআম্বার ও জিৎ। গানটিতে মডেল হয়েছেন আলিয়া ও কার্য।

লন্ডন প্রবাসী কন্ঠশিল্পী নাদিম ওয়াহিদ বলেন - গত ১১ নভেম্বর গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টিকটকে। টিকটকের পাশাপাশি ইউটিউবেউ শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এখন পর্যন্ত ইউটিউবে প্রায় ৮ লাখ শ্রোতা গানটি শুনেছেন। 

এর আগে শিল্পী নাদিম ওয়াহিদের গান 'ময়না' ২ মিলিয়ন, ‘প্রেম সাগর' ১ মিলিয়ন, ‘ঘুড্ডি ' ১ মিলিয়ন, দিল কলিজা ১ মিলিয়নের উপরে ভিউ পেয়েছে ইউটিউবে। 

বরাবরের মত এবারও  সিলেটের ভাষা আর কণ্ঠে নাদিম ওয়াহিদের গান শ্রোতাদের কাছে আলাদা ভালো লাগার এক জায়গা তৈরি করেছে। পাশাপাশি তার গানের ভিডিওতে দেশের বাইরের লোকেশন ও দৃষ্টিনন্দন নির্মাণই দর্শকদের মুগ্ধ করছে প্রতিনিয়ত। 


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ