বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লিপি রাণী দাস নামে এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে শিশু।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। মা’সহ চার সন্তানই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।
লিপি রানী দাসের স্বজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা দেখা যায় তার গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে প্রসবের সময়কালে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার (২১ নভেম্বর) বিকেলে সেখানে পরপর চার সন্তানের জন্ম দেন লিপি রানী।
লিপি রানীর জা মিতা রানী দাস বলেন, লিপির দীপ্ত নামের ৯ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তার একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। এটা ভাগ্যের ব্যাপার।
লিপি রানীর স্বামী অমিত দাস জানান, একসঙ্গে চার সন্তান হওয়ায় তিনি আনন্দিত। তিনি সন্তানদের জন্য দোয়া চান।