Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-11T19:18:55Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ৫ কন্যা সন্তানের পিতাকে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমান (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আহত হয়েছেন আরো ৪জন। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধের নাম মুজিবুর রহমান। তিনি গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের পিতা বলে জানা গেছে।

আহতরা হলেন, নিহত মুজিবুর রহমানের ভাই মুহিবুর মিয়া (৬০), ফয়জুল আহমদ (৪৬), সজিব আহমদ (৪০), মুহিবুর ছেলে আজাদুর রহমান (২৭) এবাদুর রহমান (২৫)।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিকটাত্মীয় একই গ্রামের কেইস মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে মুজিবুর রহমানের সাথে কেইস মিয়া ও তাদের পরিবারের লোকজনদের সাথে কথা কাটাকাটি হয়। এই জের ধরে কেইস মিয়া ও তার ছেলে আইন উদ্দিন সহ পরিবারের লোকজন মুজিবুর রহমানকে ধান ক্ষেতে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মুজিবুর রহমানের পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় আরো ৪জন আহত হন।

এসময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মুজিবুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ