বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে গোলাপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিমের নেতৃত্বে লিফলেট বিতরণ পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ বাজারে লিফলেট বিতরণ হওয়ার কথা ছিল। বিতরণের আগেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় তাদের কার্যক্রম।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, লিফলেট বিতরণের নামে তারা সড়কে গাড়ি বন্ধ করে উশৃংখলভাবে মিছিল দিচ্ছিল। যে কারণে পুলিশ বাধা প্রদান করে।
তবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম ওসির এমন অভিযোগকে অস্বীকার করে বলেন, লিফলেট বিতরণের জন্য আমাদের নেতাকর্মীরা একত্রে জড়ো হচ্ছিলেন। এসময় হঠাৎ করে পুলিশ এসে আমাদের বাধা দেয়। কয়েকজন নেতাকর্মী স্লোগান দেয়। তবে সড়ক বন্ধ করে উশৃংখল মিছিল দেওয়া হয়নি। পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের লিফলেট বিতরণের কার্যক্রমে বাধা দেয়।
এদিকে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে গোলাপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করছে নেতাকর্মীরা।