বিজ্ঞাপন
সামিল হোসেন : চারিদিকে চলছে কাতার বিশ্বকাপের আমেজ। ফুটবল প্রেমীরা তাদের নিজ নিজ পছন্দের দেশের পতাকা টানিয়ে সমর্থন জানান দিচ্ছেন । অন্য সবার মতো গোলাপগঞ্জের ফুটবল ভক্তরাও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়।
ইতেমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দেশের রং বে রংয়ের পতাকা। ব্যাতিক্রম কিছু করতে পিছিয়ে নেই আর্জেন্টিনার সমর্থকরা। সেই উপলক্ষে গোলাপগঞ্জে ৩০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানিয়েছে এ দলের সমর্থকরা।
শনিবার (২৬ নভেম্বর) পৌরসভার ৬নং ওয়ার্ডের হেলাল আহমদের ছেলে দুবাই প্রবাসী নুরুল ইসলামের উদ্যোগে বাদে রণকেলী গ্রামের নয়াসড়ক সংলগ্ন মুড়ে গাছে গাছে এই পতাকাটি টাঙানো অবস্থায় দেখা যায়।
এ নিয়ে আর্জেন্টিনা সমর্থক নাইম আহমদ বলেন - 'আমার প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে এ পতাকা বানিয়েছি। আশা করছি, এবারের কাতার বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।'
পতাকাটি দেখে ব্রাজিল সমর্থক রাহেল আহমদ বলেন - 'আমরা তাদের সাধুবাদ জানাই ও গ্রুপ পর্ব জিতুক এই কামনা করি।'
আর্জেন্টিনার সমর্থক নজরুল ইসলাম বলেন - 'আমাদের উপজেলায় এ পতাকাটিই হয়ত সবচেয়ে বড় পতাকা। এর আগে এরকম বড় পতাকা কেউ বানায়নি।'
স্থানীয়রা তাদের এই পতাকা দেখে বলেন- তরুণদের খেলার প্রতি এমন আবেগ ও ভালোবাসা দেখে সত্যি আমরা বিস্মিত ।