বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজের ২য় ব্যাচ ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার সকালে কলেজ সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদের সভাপতিত্বে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ আ.ফ.ম শামসুদ্দিন, শিক্ষক প্রতিনিধি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান সৈকত, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আফজালুর রহমান স্বপন, বাংলা বিভাগের প্রভাষক তাসনুভা আক্তার, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রেদওয়ানুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যেমন জরুরী তেমনি ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। জাতীকে ভালো কিছু দেবার মানষিকতা নিয়ে আগামীর দিকে এগিয়ে যেতে হবে।
বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গিত শিল্পী তানভীর এলাহি মজুমদার।
পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন জহুরা জান্নাত লামিয়া, শাহিদ আহমদ, তাছমিনা আক্তার তান্নি প্রমুখ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন।