বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ব্যবসা চালিয়ে যাওয়ায় সিলেটের পানসী ও পাঁচভাইসহ ৪টি রেস্টুরেন্টকে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এর মধ্যে সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পয়েন্টেস্থ প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ১ লাখ, দক্ষিণ সুরমার কদমতলিস্থ পানসী রেস্টুরেন্টকে ৩৫ হাজার, পানসী রেস্টুরেন্টের জিন্দাবাজার শাখাকে ৪০ হাজার ও জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট শুনানি শেষে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আলমগীর ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটওয়ারি।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।