বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৫) নামে একজনকে ধান ক্ষেতে পিটিয়ে হত্যায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে৷
গত রোববার (১৩ নভেম্বর) নিহত মুজিবুর রহমানের বড় ভাই মুহিবুর রহমান (৬০) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই, মামলার তদন্ত কর্মকর্তা লুৎফুর রহমান।
তিনি বলেন- এঘটনায় এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা যায়, গত গত শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৫) নামে একজনকে ধান ক্ষেতে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হামলায় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহত মুজিবুর রহমান গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের পিতা।
হামলায় আহতরা হলেন, নিহত মুজিবুর রহমানের ভাই মুহিবুর রহমান (৬০), ফয়জুল আহমদ (৪৬), সজিব আহমদ (৪০), মুহিবুর ছেলে আজাদুর রহমান (২৭) এবাদুর রহমান (২৫)।