বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে হারপিক খেয়ে আফিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও টিলাবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আফিয়া খাতুন পরিবারের সকলের অগোচরে বাথরুমে গিয়ে হারপিক পান করেন। এরপর সে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন টেরপেয়ে তাকে বাথরুম থেকে বের করে ওই গৃহবধুর পিতার বাড়িতে খবর দেন। খবর পেয়ে পিতার বাড়ির লোকজনসহ ওই গৃহবধুকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করে৷
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।