বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস আগে চিকিৎসার জন্য ওমান থেকে দেশে ফিরেছিলেন নিজাম উদ্দিন। আগামী ২ নভেম্বর তাঁর প্রবাস গমনের কথা ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরে দন্ত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে গোলাপগঞ্জের সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।
তিনি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নিজাম উদ্দিন দুই ছেলে সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের সামনে হঠাৎ দেখতে পান একটি মোটরসাইকেল (সিলেট-হ ১৪-৫১৭৪) দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে দেখতে পান। পরে তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে কিসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। দুর্ঘটনায় নিহত ব্যক্তির শরীর বিভিন্ন অংশ থেঁতলে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।