বিজ্ঞাপন
ছবিটি গতকাল গোলাপগঞ্জ চৌমুহনীর নূর ম্যানশন থেকে তুলা। হঠাৎই চোখে পড়ে দুইটি শিশু খেলনা গাড়ি নিয়ে টানাটানি করছে এবং একজন আরেকজনকে বলছে 'বন্ধু তুই একটা আমি একটা'। কথপোকথন শেষ হতেই দেখি দুইজন দুইটি খেলনা গাড়ি হাতে নিয়ে অন্য আরেকটি পরিবহনে তুলছে। কৌতূহল বশত জিজ্ঞেস করলাম তোমাদের কে বলেছে এই কাজ করতে? প্রশ্নের জবাবে উত্তর পেলাম - না ভাই কেউ না! যদি গাড়িগুলো স্বইচ্ছায় তুলে দেই তাহলে ১০/২০ টাকা দিবে এই আর কি।