বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের জকিগঞ্জের উপজেলার পশ্চিম গোটারগ্রাম কড়ইমূরা মোকামবাড়ী নিবাসী মোস্তফা উদ্দিনের ছেলে মোরশেদ আলম (২৫) গাজীপুর জেলার ভাসন থানা এলাকায় রহস্যজনকভাবে মারা গেছেন। মোরশেদ এয়ারটেল কোম্পানীতে ৬ বছর পূর্বে শোরুমের বিক্রেতা হিসাবে চাকুরী নিয়েছিল।
মোরশেদ আলমের বড়ভাই মামুনুর রশীদ জানান, বুধবার রাতে মোরশেদের ফোন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে জানান মোরশেদ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। পরে কে বা কারা মোরশেদকে শহীদ উদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এর পর থেকেই মোরশেদের ফোনটি বন্ধ হয়ে যায়। মোরশেদের নব বিবাহিত স্ত্রী ঘটনার দুই ঘন্টা পরে হাসপাতালে গেলে মোরশেদ মারা গেছেন বলে জানান।
খবর পেয়ে গাজীপরের ভাসন থানার ওসি খালেদ খসরু খান লাশের সুরত হাল প্রতিবেদন করেন। যারা মোরশেদকে হাসপাতালে ভর্তি করেছিল তারা মোরশেদের মোবাইল সিমটি নিয়ে গেছে। হাসপাতালে ভর্তি রেজিস্টারে ভর্তিকারীর নামের পরিবর্তে মোরশেদের স্ত্রীর নাম রয়েছে।
মোরেশেদের আকষ্মিক রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।