বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট শহরতলীর পীরেরচক এলাকা থেকে জাহাঙ্গীর আহমদ (২৮) নামের এক যুবক ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে সিলেট মহানগরীর হজরত শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ যুবক শহরতলীর হজরত শাহপরাণ (রহ.) থানা এলাকার পীরেরচবক (পীরেরবাজার) এলাকার ফজলুল হকের ছেলে।
জিডি সূত্রে জানা যায়- গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ যুবক নগরের শিবগঞ্জ যাচ্ছে বলে জানিয়ে বাসা থেকে বের হয়। রাত ১১ টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ-খবর নিলে কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় গত ২৭ সেপ্টেম্বর নিখোঁজ যুবকের ভাই দবির আহমদ (৩৪) বাদী হয়ে সিলেট মহানগরীর হজরত শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ১৫৩৪, তারিখ- ২৭/০৯/২০২২।
জিডির সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগরীর হজরত শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন- ‘আমরা জিডির পর থেকে তার সন্ধান বের করতে কাজ করছি। ইতিমধ্যে সব জায়গায় বার্তা পাঠিয়ে দিয়েছি। তাছাড়া প্রযুক্তি ব্যবহার করে আমরা তার সন্ধান বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৩২০০-৬৭৭৪০ (ওসি, শাহপরাণ (রহ.) থানা) অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন ওসি আনিসুর রহমান।