বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া আর নেই। শনিবার রাত পৌনে দশটার (লন্ডন সময়) দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
কুনু মিয়া লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।
গোলাপগঞ্জ উপজেলার ঘাগুয়া গ্রামের বাসিন্দা কুনু মিয়া গত এপ্রিল মাসে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে কুনু মিয়াকে আহ্বায়কের দায়িত্ব দেয় কেন্দ্রীয় জাতীয় পার্টি।
এদিকে, কুনু মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।