Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-04T09:48:24Z
সারাদেশসিলেট

জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ নেই সিলেটসহ দেশের চার বিভাগে

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : আজ দুপুরে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার ৪ অক্টোবর দুপুরের দিকে দেশজুড়ে এ সমস্যা দেখা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিকেল সোয়া ৩টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন কর্মকর্তা বলেন, সঞ্চালন লাইনে ঝামেলা হওয়ায় এমনটি হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, যমুনা নদীর ওপারে এরই মধ্যে সমস্যার সমাধান হয়েছে। তবে ঢাকা অঞ্চলে সমস্যার সমাধান হতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঞ্চালন বিভাগের একজন প্রকৌশলী বলেন, ‘আমরাও আসলে এখনো বুঝতে পারিনি সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। তবে রিস্টোলেশনের কাজ শুরু হয়েছে। আশা করি, খুব দ্রুত সমাধান হয়ে যাবে।’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ