বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে র্যাব-৯ এর অভিযানে একটি রকেট লঞ্চার সেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার রণকেলী গ্রামে অভিযান চালিয়ে এ রকেট লঞ্চার সেলটি উদ্ধার করা হয়। এসময় রকেট লঞ্চার সেলটি রাখার দায়ে এক যুবককে আটক করা হয়েছে।
রাতে উদ্ধারের পরদিন বুধবার দুপুরে রণকেলী এলাকার একটি খালি মাঠে রকেট লঞ্চার সেলটি নিস্কৃয় করে বোম স্কোয়াডের একটি টিম।
এসময় র্যাব সদস্যদের পাশাপাশি সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকারসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এদিকে এ অভিযানের বিস্তারিত সংবাদ সম্মেলনে মাধ্যমে জানানো হবে বলে জানান অভিযানে উপস্থিত র্যাব-৯ এর সদস্যরা।