বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ী ফিরি’ শ্লোগানে গোলাপগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকালে র্যালিটি গোলাপগঞ্জ চৌমুহনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ইলিয়াছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনে মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ ও র্যালিতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিল এম ফজলুল আলম, গোলাপগঞ্জ থানা গণদাবি পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সিলেট জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান মল্লিক, গণদাবি নেতা এনামুল ইসলাম, নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ কামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক সুমন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ সুলতান আহমদ, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, আইনি বিষয়ক সম্পাদক মোঃ শামিম আহমদ,মহিলা বিষয়ক সম্পাদিকা শেফা বেগম,যুব বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন,নির্বাহী সদস্য মোঃ অলিউর রহমান, মোঃ শিমুল আহমদ,মোঃ রিজু আহমদ ও কামরুল ইসলাম,এনামুল ইসলাম,মাসুদ ইকবাল আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।