বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ ক্লাব পয়েন্টের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ ক্লাব পয়েন্টের ছামিয়া ট্রেডার্স এর মালিক আতিক মিয়া দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাত আড়াইটার দিকে স্থানীয় মসজিদের ক্লাব পয়েন্টের ইমাম আগুন লাগার দৃশ্য দেখতে পেরে তিনি মাইকে বিষয়টি সবাইকে জানান।
এরপর এ দোকানের মালিক আতিক মিয়া সহ এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করতে দোকানে ছুটি আসেন। এরপর এলাকাবাসী গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ছামিয়া ট্রেডার্সের মালিক আতিক মিয়া।