Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-08T13:21:02Z
জকিগঞ্জ

জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৩

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কামরুল ইসলাম কালা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার মানিকপুর ইউনিয়নে দরগা বাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম কালা ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে জুবের আহমদ, আব্দুল খালিকের ছেলে রুবেল আহমদ ও সুহেল আহমদ।
 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে বজ্রবৃষ্টির সময় পুকুরপাড়ে মাছ ধরতে যান কামরুল ইসলাম কালাসহ চারজন।

দরগাবাহারপুর গ্রামের দক্ষিণে মেঘনা বিলে একটি পুকুরে মাছ ধরছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্য হয়, আহত হন অন্য ৩ জন।  
 
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের উদ্যোগ নিয়েছে। তাদের আবেদন প্রক্রিয়াধীন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ