Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-23T18:59:12Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে যখম

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দড়ায় স্কুল শিক্ষার্থীকে উত্যক্তের প্রতিবাদ করায় মোস্তাক আহমদ নামের (২০) এক যুবককে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।

মোস্তাক উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মোস্তাক আহমেদের ভাই রাবেল আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পশ্চিম মদনগৌরী গ্রামের হামজা, জুয়েল, ছাদির সহ বেশ কয়েকজন যুবক বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে মোস্তাক প্রতিবাদ জানালে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এতে মোস্তাক গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে মোস্তাক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ