বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহ আলম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা। রোববার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ঢাকাদক্ষিন ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামের আতলিব আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের করা হয়েছে বলেও জানান তিনি।