বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে সোমবার (২৬ সেপ্টেম্বর)। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের প্রচারণা শুরু করেছেন। তবে এটি অন্যান্য সাধারণ নির্বাচনের মতো না হওয়ায় প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের অংশগ্রহণ খুব কম।
এ নির্বাচনের ভোটার হচ্ছেন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচিত জনপ্রতিনিধিগণ। তারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন জেলা পরিষদের সংরক্ষিত ৫টি আসনে কারা হবেন নারী সদস্য এবং কারা হবেন পরিষদের সাধারণ সদস্য।
জেলা নির্বাচন অফিসার সিলেট মোহাম্মদ শুকুর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্যানুসারে জানা গেছে, সাধারণ ১নং ওয়ার্ডের প্রার্থী নগরীর কাজিরগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ শাহা নূর পেয়েছেন তালা প্রতীক, উত্তর কাজিরবাজারের বাসিন্দা মো. তাইনুল ইসলাম আছলাম পেয়েছেন টিউবওয়েল প্রতীক ও শাহী ঈদগাহের বাসিন্দা মো. মোছাদ্দিক আহমদ পেয়েছেন বৈদ্যুতিক পাখা।
সাধারণ ২নং ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান পেয়েছেন হাতি মার্কা ও মোগলাবাজারের রুস্তমপুরের সৈয়দ মকবুল হোসেন পেয়েছেন টিউবওয়েল মার্কা পেয়েছেন।
সাধারণ ৩নং ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের মোহাম্মদ আব্দুল আউয়াল পেয়েছেন হাতি মার্কা, ফেঞ্চুগঞ্জ গ্রামের বাসিন্দা নাহিদ হাসান চৌধুরী পেয়েছেন ঘুড়ি মার্কা ও মাইজগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদুর রহমান পেয়েছেন তালা মার্কা।
সাধারণ ৪নং ওয়ার্ডের প্রার্থী বোয়ালজুড় ঘোঘরাকান্দি গ্রামের আতিকুর রহমান পেয়েছেন তালা মার্কা, গহরপুর খাঁপুরের লোকন মিয়া পেয়েছেন হাতি মার্কা ও উত্তর হরিশ্যামের মো. নাসির উদ্দীন পেয়েছেন টিউবওয়েল মার্কা।
সাধারণ ৫নং ওয়ার্ডের প্রার্থী ওসমানীনগর গ্রামের খুজগীপুর গ্রামের পংকজ লাল দাশ পেয়েছেন টিউবওয়েল মার্কা, ব্রাহ্মণগ্রামের বাসিন্দা মো. আ. হামিদ পেয়েছেন অটোরিক্সা মার্কা ও তাহিরপুরের বাসিন্দা সৈয়দ আহমদ বহলুল পেয়েছেন তালা মার্কা।
সাধারণ ৬নং ওয়ার্ডের প্রার্থী বিশ্বনাথের দ্বীপবন্দ গ্রামের গিয়াস উদ্দিন আহমদ পেয়েছেন তালা মার্কা ও দেওকলস গ্রামের সহল আল রাজী চৌধুরী পেয়েছেন বৈদ্যুতিক পাখা।
সাধারণ ৭নং ওয়ার্ডের প্রার্থী গোলাপগঞ্জের কেওটকোনা গ্রামের অ্যাডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব পেয়েছেন তালা মার্কা প্রতীক, আমনিয়া গ্রামের মো. ফজলুর রহমান জসিম পেয়েছেন ঘুড়ি প্রতীক, দাড়িপাতন গ্রামের মো. ফয়জুল ইসলাম ফয়ছল বৈদ্যুতিক পাখা, রুস্তমপুরের স্যায়িদ আহমদ সুহেদ অটোরিক্সা প্রতীক পেয়েছেন।
সাধারণ ৮নং ওয়ার্ডে প্রার্থী বিয়ানীবাজার কালাইউড়া গ্রামের ময়েজ আহমদের প্রতীক টিফিন ক্যারিয়ার, বৈরাগীবাজারের আলী আহমদের প্রতীক টিউবওয়েল, চারখাইয়ের মো. মাহমুদ আলীর প্রতীক হাতি, খাসার মো. নজরুল হোসেন বৈদ্যুতিক পাখা, ছোটদেশের আলিম উদ্দিন ঘুড়ি মার্কা, মাথিউড়া পূর্বপারের মোহাম্মদ সিহাব উদ্দিন অটোরিক্সা, মাটিকাটা গ্রামের মোহাম্মদ আব্দুল কাদির ক্রিকেট ব্যাট, খাসার মোহাম্মদ খছরুল হক উটপাখি ও মাথিউড়া পূর্বপারের মো. আরবাব হোসেন খানের প্রতীক তালা।
সাধারণ ৯নং ওয়ার্ডে নির্বাচনে অংশ নিচ্ছেন জৈন্তাপুরের বালিদাড়া গ্রামের মো. শাহাজাহানের প্রতীক টিউবওয়েল, দরবস্ত টেংরা গ্রামের মোহাম্মদ নুরুল আমিনের প্রতীক অটোরিক্সা ও হরিপুর গ্রামের মো. মুহিবুল হকের প্রতীক তালা।
সাধারণ ১০নং ওয়ার্ডে গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের বাসিন্দা আলিম উদ্দিনের প্রতীক ঘুড়ি, লামাদুমকা গ্রামের বাসিন্দা সুবাস দাসের প্রতীক হাতি, হাকুরবাজার পশ্চিমবাড়ির বাসিন্দা মো. ছয়ফুল আলমের প্রতীক তালা, মহিপুর পাঁচপাড়া গ্রামের আব্দুল জলিলের বৈদ্যুতিক পাখা ও উপজেলার পূর্ণানগর গ্রামের বাসিন্দা মো. ইনসাদ হোসেন রাজিবের প্রতীক টিউবওয়েল।
সাধারণ ১১নং ওয়ার্ডে কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী গ্রামের শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের প্রতীক টিউবওয়েল, কোম্পানীগঞ্জ সদরের বাসিন্দা আপ্তাব আলী কালা মিয়ার প্রতীক অটোরিক্সা ও রাণীগঞ্জ গ্রামের বাসিন্দা মো. শামসউদ্দীনের প্রতীক বৈদ্যুতিক পাখা।
সাধারণ ১২নং ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে কানাইঘাট উপজেলার কোনাগ্রামের মো. ইমাম উদ্দিন চৌধুরী তালা প্রতীক, ব্রাহ্মণগ্রাম গ্রামের এহসানুল হক পেয়েছেন হাতি প্রতীক, জুলাই আগরচাটি গ্রামের মস্তাক আহমদ পলাশ টিউবওয়েল, ও বীরবল পূর্বগ্রামের ফখরুল ইসলাম বৈদ্যুতিক পাখা।
সাধারণ ১৩নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন জকিগঞ্জ গঙ্গাজল ঘেচুয়া গ্রামের আব্দুর রহমান পেয়েছেন তালা প্রতীক, ছয়ত্রিশ গ্রামের মোহাম্মদ শামীম আহমদের প্রতীক বৈদ্যুতিক পাখা ও রসুলপুর গ্রামের ইফজাল আহমদ চৌধুরী পেয়েছেন টিউবওয়েল।
এদের মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডের প্রার্থী সাগরদিঘিরপার এলাকার বাসিন্দা আমাতুজ জাহরা রওশন জেবীন পেয়েছেন বই প্রতীক, ঢালীপাড়া সিলামের বাসিন্দা মোছা. ফারজানা রহমান রেনু পেয়েছেন হরিণ প্রতীক ও নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা জান্নাতুন নাসরিন উর্মি পেয়েছেন দোয়াত কলম প্রতীক।
সংরক্ষিত ২নং ওয়ার্ডের প্রার্থী ওসমানীনগরের ইব্রাহিম সুষমা সুলতানা রুহি পেয়েছেন দোয়াত কলম প্রতীক, বিশ্বনাথ পুরানগাঁওয়ের বেগম স্বপ্না শাহীন পেয়েছেন ফুটবল, কাশিকাপনের শামীমা আক্তার ঝিনু পেয়েছেন টেবিলঘড়ি ও বিশ্বনাথের চকগ্রাম প্রসাদের আফিয়া বেগম পেয়েছেন হরিণ মার্কা।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডের প্রার্থী বিয়ানীবাজার জলঢুড কালিবহরের রোমানা আফরোজ পেয়েছেন মাইক মার্কা, আঙ্গুরা গ্রামের সালমা রহমান পেয়েছেন টেবিলঘড়ি ও গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী হাসিনা বেগম পেয়েছেন ফুটবল মার্কা।
সংরক্ষিত ৪নং ওয়ার্ডের প্রার্থী খাগাইলবাজার পূর্নাছুগামের মোছা. রাহিমা বেগম চম্পা পেয়েছেন হরিণ মার্কা, জৈন্তাপুর নিজপাট মাহুতহাটি গ্রামের সুমি বেগম পেয়েছেন ফুটবল, যশপুরের তসলিমা বেগম পেয়েছেন বই প্রতীক, কোম্পানীগঞ্জের বিজয় পারুয়া গ্রামের তামান্না আকতার হেনা পেয়েছেন দোয়াত কলম ও গোয়াইনঘাট নিহাইন গ্রামের মরিয়ম বেগম পেয়েছেন মাইক প্রতীক।
সংরক্ষিত ৫নং ওয়ার্ডের প্রার্থী জকিগঞ্জের খিলগ্রামের সাজনা সুলতানা হক চৌধুরীর পেয়েছেন ফুটবলমার্কা ও কানাইঘাট গাছবাড়ির ছত্রপুরের মনিজা বেগম হরিণ মার্কা।