বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে নির্বাচিত ঘোষণা করেন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন কিনেছিলেন দুইজন।
তাদের মধ্যে নাসির উদ্দীন খান জমা দিলেও শেষ পর্যন্ত জমা দেননি শিক্ষাবিদ অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির খান।আশ্বিন ১৪২৯