বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ইন্টারন্যাশনাল ফাইনাল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংকের (আইএফআইসি) সিলেট উপশাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার পৌর শহরের কদমতলী শামস্ টাওয়ারের দ্বিতীয় তলায় নতুন এই ব্যাংকের অফিস ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এর আগে ইন্টারন্যাশনাল ফাইনাল ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংকের (আইএফআইসি) উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ম্যানেজার আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপশাখার পরিচালক জয় কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, দৈনিক সিলেট মিররের নির্বাহী সম্পাদক জিয়াউস শামস্ চৌধুরী শাহীন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, শামস্ টাওয়ারের পরিচালক মাওলানা মুমিন আহমদ শাকিল, ব্যাংক কর্মকর্তা ঈসমাইল হোসেন চৌধুরী।
এসময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের বক্তব্যে বলেন- গোলাপগঞ্জের নাগরিক সমাজের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে আইএফআইসি ব্যাংক একটি উপশাখা খোলার উদ্যোগ গ্রহণ করে। গ্রাহক সমাজকে কাঙ্খিত মানের সেবা প্রদান করে এ উপশাখা সফলতা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।