বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিট একশ্যান ব্যাটলিয়ান (র্যাব)-০৯। সোমবার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে।গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম কয়ছর আহম্মেদ (৩৪)। সে জকিগঞ্জ উপজেলার সৈয়দাবাজ (বখতিপুর) এলাকার আব্দুস সালামের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিস ইয়াবাসহ কয়ছর আহমদকে গ্রেপ্তার করে।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।