বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এক গৃহবধু (২৩) কে যৌতুকের জন্য নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ রোববার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো গৃহবধুর স্বামী বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রামের আব্দুল কাদির চুনু মিয়ার পুত্র জহিরুল ইসলাম শান্ত (২৭) ও শ্বশুর মৃত ওয়াহিদ আলীর ছেলে আব্দুল কাদির চুনু মিয়া (৬০)।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু রোববার ২টার দিকে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা (মামলা নং- ৭, তাং- ০৫/০৯/২২ খ্রিঃ) দায়ের করেন। মামলা দায়েরের পর তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গৃহবধুর স্বামী জহিরুল ইসলাম শান্ত ও শ্বশুর আব্দুল কাদির চুনু মিয়াকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।