Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-05T16:30:50Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের সেই নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া গেছে

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে আব্দুর রহমান সামি (১৫) নামের নিখোঁজ সেই শিক্ষার্থীকে পাওয়া গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামের তার পিতার এক আত্মীয়ের বাড়িতে তাকে পাওয়া যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সামির ফুফাতো ভাই মাহমুদুল হাসান মাহি বলেন- 'গত ২ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে সামি দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করেও তার খুঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ সন্ধ্যায় আমরা জানতে পারি সে তার পিতার এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। পরে সেখান থেকে গিয়ে আমরা তাকে নিয়ে আসি।'

এর আগে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলে আর বাসায় ফেরেনি। অনেক সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন খোঁজ না পাওয়ায় রোববার নিখোঁজ শিক্ষার্থীর মা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৮৭) করেছেন। 

আব্দুর রহমান সামি উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের প্রবাসী আজিম উদ্দিনের ছেলে ও গোলাপগঞ্জ এমসি একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। 

বর্তমানে সে তার মায়ের সাথে পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছে।  



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ